Type to search

Lead Story জাতীয়

সীমান্তে হাঁস-মুরগি প্রবেশ রোধে তিন মন্ত্রণালয়কে চিঠি

সীমান্তে হাঁস-মুরগি প্রবেশ রোধে তিন মন্ত্রণালয়কে চিঠি-এবিসিবি নিউজ-abcb news

বার্ড ফ্লু সংক্রমণ ও বিস্তার রোধে সীমান্ত দিয়ে যাতে হাঁস-মুরগি ও পাখিজাতীয় প্রাণী প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বুধবার তিন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে সীমান্তবর্তী এলাকা থেকে যেন হাঁস-মুরগিসহ পাখিজাতীয় কোনো প্রাণী, অর্থাৎ যেসব প্রাণী থেকে বার্ড ফ্লু সংক্রমণ ছড়াতে পারে, এমন প্রাণী প্রবেশ না করতে দেওয়ার বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ অধিদফতরকে চিঠি দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। চিঠিতে দেশের সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জেলায় প্রতিদিন বার্ড ফ্লু রোগের অনুসন্ধান ও সতর্কতামূলক নজরদারির ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি খামারগুলোতে নিবিড় তত্ত্বাবধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনো মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত কাছাকাছি থাকা ল্যাব থেকে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম নিতে বলা হয়েছে প্রাণিসম্পদ অধিদফতরকে পাঠানো চিঠিতে।

এ ছাড়া জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও গবেষণাগারে নমুনা পরীক্ষার পর্যাপ্ত কিট ও পিপিই জরুরি ভিত্তিতে সরবরাহ, খামারে নিরাপত্তা নিশ্চিত করা, কৃষক ও খামারিদের সতর্ককরণে প্রচারণা চালানো, বার্ড ফ্লু প্রতিরোধে এর টাকার বর্তমান মজুদ যাচাই করে দ্রুত টিকা সংগ্রহের ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে চিঠিতে। একই চিঠিতে প্রাণিসম্পদ অধিদফতরের সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু করা এবং এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সারা দেশ থেকে সংগ্রহ করে তা মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ গণমাধ্যমকে জানান, যদিও বাংলাদেশে এখনই এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। প্রতিবেশী দেশ ভারতে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ, যেন ওখানকার কোনো পাখিজাতীয় প্রাণী প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করা হয়েছে।

Translate »