Type to search

জাতীয় বাংলাদেশ

সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হবে কি না, তা পর্যালোচনা করতে দুই সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই কমিটিকে সাতদিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তার পরিপ্রেক্ষিতেই এ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

বর্তমানে সরকারি চাকরির জন্য আবেদনের সাধারণ বয়স ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে তা ৩২ বছর।

-ডেইলি স্টার

Translate »