বাড়ছে করোনা শনাক্ত, ৩১ জনের মৃত্যু ও শনাক্ত ২২৯৩
করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশে ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী পজিটিভ শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৯৩ জন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা ভাইরাসে শনাক্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৬৭৫ জন মারা গেছে। আর শনাক্তের সংখ্যা চার লাখ ৬৭ হাজার ২২৫ জন হয়েছে।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরো ২ হাজার ৫১৩ জন করোনা রোগী। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন। লাখ ৮৩ হাজার ২২৪ জন হয়েছে।