Type to search

জাতীয়

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় দুই কোটি ৯ লক্ষ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে গত শনিবার (২৫ জুন)। এরপর গতকাল রোববার ভোর ৫টা ৪০ মিনিটে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথমদিনেই ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে দুই কোটি নয় লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) জানিয়েছে, এটি রোববার (২৬ জুন) ভোর থেকে সোমবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত যানবাহন টোলের হিসাব।

বাসেকের তথ্যানুযায়ী, ১ম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এ পথে আয় হয়েছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

এবিসিবি/এমআই

Translate »