Type to search

জাতীয়

দেশে করোনায় ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২২১১

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৭৪ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনের শরীরে করোনা আক্রান্ত হলো।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে আরও ৩ হাজার ৩৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৮০৬ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী পজিটিভ ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। করোনা ভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস।

Translate »