Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ফের মৃত্যু বাড়লো

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৯৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার কোভিড-১৯ ২০ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় শুক্রবার করোনায় মৃত্যু বাড়লো।

এদিকে ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার নয় দশমিক ৩১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লক্ষ ২৯ হাজার ১৫৪ জন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন নয় হাজার ৯৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।]

নতুন মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষ ১৭ ও সাতজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩জন, রাজশাহী বিভাগের ২জন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগে ৩জন ও রংপুর বিভাগের ১জন রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »