Type to search

জাতীয় বাংলাদেশ

‘ঢাকায় ২৬০০ ভবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি’

ঢাকায় ২৬০০ ভবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি, এটি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এতে বলা হয় যে ঝুঁকিতে থাকা প্রায় অর্ধেক ভবনই হলো বিপণিবিতান।

অতি ঝুঁকিপূর্ণ বিপণিবিতান তথা মার্কেটগুলোর বেশিরভাগ-ই রাজধানীর পুরনো ঢাকা এলাকায়। এগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো- নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা, টিকাটুলীতে অবস্থিত রাজধানী সুপারমার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট।

বাকীগুলো হলো- সিদ্দিক বাজারের রোজলীন ভিসতা, সদরঘাটের শরীফ মার্কেট ও মায়াকাটরা (২২ মার্কেট এবং চকবাজারের শহিদুল্লাহ মার্কেট ও শাকিল আনোয়ার টাওয়ার।

বর্তমানে ঢাকার এক হাজার ১০৬টি বিপণিবিতান সহ মোট ৮০১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৪৫টি হাসপাতাল ও ৩২৫টি আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত, অথচ তারা জানেন না যে এগুলো আগুনের অতি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

‘শুধু তালিকাই হয়’, এটি আজকের পত্রিকার প্রথম পাতার খবর। এখানে বলা হয়েছে, রাজধানীতে কোন কোন ভবন আগুনের ঝুঁকিতে আছে, ফায়ার সার্ভিস বারবার তার তালিকা করলেও সেসব ঝুঁকিপূর্ণ ভবনের কার্যক্রম বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কেউ।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা ভবনের মালিককে নোটিশ দিতে পারি। এ ছাড়া আর কিছু করার নেই। আমাদের আইনের মধ্যে যা যা করা সম্ভব, তা-ই করছি।”

তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন যে নোটিশ দেওয়ার পরেও কাজ না হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। এইসব ভবনগুলোর একটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। তবে এজন্য ফায়ার সার্ভিস, রাজউক ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।-বিবিসি

এবিসিবি/এমআই

Translate »