Type to search

জাতীয়

এবার ফেসবুকে প্রধানমন্ত্রীর মাছ ধরা ও সেলাই ছবি ভাইরাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলাই করা ও গণভবনের লেকে মাছ ধরার দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত সোমবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দু’টি ছবি আপলোড দেয়া হয়। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য সফলভাবে পরিবর্তন করেছেন তিনি। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। কিন্তু তারপরও রান্না করা, সেলাই করা ও মাছ ধরা উপভোগ করার জন্য সময় বের করতে পারেন।
সালমান এফ রহমানের কার্যালয়ের একটি  বিশেষ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সেলাই করার ছবিটি তোলা হয় ওই দিনই। আর কয়েকদিন আগের ছবি মাছ ধরার।
পরবর্তীতে আওয়ামী লীগের ফেসবুক পাতায়ও ছবিগুলো আপলোড করা হয়। সেখানে বলা হয়, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে অবসর পেলেই তিনি সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য রইল অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেবল এই দু’টি পেজেই ছবি দু’টিতে ৪৫ হাজারেরও বেশি মানুষ রিঅ্যাকশন দিয়েছেন। শেয়ার হয়েছে ৩ হাজারেরও অধিক। এছাড়াও আরও বিভিন্ন পেজ ও ব্যক্তির আইডিতেও ছবি ২’টি অসংখ্যবার শেয়ার হয়েছে।
Translate »