Type to search

অপরাধ

সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ১ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

আটকরা হলেন- উপজেলার মুজিব নগর এলাকার জলিল মিয়ার ছেলে জব্বার মিয়া, একই এলাকার বারেক মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও বুধিগাঁও হাওর এলাকার হারুণ অর রশিদের ছেলে সেবুল মিয়া।

এদের মধ্যে বাচ্চু মিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অপর দুজনও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে গোয়াইনঘাট থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি বাচ্চু মিয়া, জব্বার মিয়া ও সেবুল মিয়া নিয়মিত ইয়াবা সেবন করত। মাঝে মধ্যে ভারতীয় খাসিয়াদের বাগান থেকে সুপারি চুরি করত তারা। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় ছিচকে চুরির অভিযোগ রয়েছে।

Translate »