রাজধানীতে ধর্ষণের অভিযোগ পুলিশ কনস্টেবল গ্রেফতার

জেলা প্রতিনিধিঃ ধর্ষণ মামলায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে রাজারবাগ পুলিশ লাইনস থেকে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী ঐ নারী বলেন, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় কয়েক বছর আগে তার স্বামীকে তালাক দেন তিনি। ঐ সংসারে তার এক মেয়ে, ১ ছেলে রয়েছে। বছর দু’য়েক আগে কনস্টেবল কুদ্দুস নয়নের সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তখন কনস্টেবল আব্দুল কুদ্দুস যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইনসে রয়েছেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে উভয়ের বিভিন্ন সময় এসএমএস চালাচালি ও মেসেঞ্জারে কথা হতো। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কনস্টেবল আব্দুল কুদ্দুস বিভিন্ন সময় তার বাসায় যাতায়াত করতেন। গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুদ্দুস তার সিদ্ধিরগঞ্জের মিজমিজির পশ্চিমপাড়ার বাসায় যায়। তখন তার ২ সন্তান বাসায় ছিল না। এ সুযোগে কুদ্দুস তাদের বিয়ের বিষয়ে কথা বলবে বলে রুমের দরজা বন্ধ করে দেয়। তিনি কনস্টেবল কুদ্দুসকে দরজা বন্ধ করতে নিষেধ করা সত্ত্বেও কুদ্দুস তাকে ধর্ষণ করেন। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঐ দিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যান তিনি। তাকে রাত ১০টা পর্যন্ত পুলিশ থানায় বসিয়ে রেখে পুলিশ জানায় যে তদন্ত করে মামলা নেওয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মাত্র ১০ মিনিট হয়েছে ঐ নারী থানায় এসেছে। বিষয়টি আমলে নিয়েছি। মামলা হিসাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।