চট্টগ্রামে পুলিশের নির্যাতনের শিকার ২ শিশু, ৩ পুলিশ প্রত্যাহর

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে চুরির অভিযোগে ১৩ বছর বয়সী ২ শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, খুঁটির সাথে বাঁধা অবস্থায় ২ শিশুর একজনের মাথার চুল কেটে দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
তবে এর ভিডিও রোববার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নড়েচড়ে বসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঘটনায় জড়িত পুলিশের ৩ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত ৩ কনস্টেবল হলেন মো. মেহেদী, মাজহার হোসেন ও এহসান। তাঁরা মনসুরাবাদ এলাকায় দায়িত্বে ছিলেন। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিএমপি।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ২ শিশু নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সেখানে পরিবারের সাথে বসবাস করে আসছে। গত শুক্রবার তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে কে বা কারা দিনদুপুরে পাথর ছুড়ে মারে।
এর কিছুক্ষণ পর টহল পুলিশের সদস্যরা খবর পান অভিযুক্তরা লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের নিচে আড্ডা দিচ্ছে। এ সময় টহল পুলিশের টিম ব্রিজের নিচে গিয়ে ওই ২ শিশুকে গ্রেপ্তার করে পাশের জিলাপির পাহাড়ে নিয়ে যায়। পরে একটি লোহার খুঁটির সঙ্গে রশি দিয়ে ২জনকে বেঁধে রাখা হয়। একপর্যায়ে একজনের মাথার চুল কেটে দেওয়া হয়।
২ শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁদের সন্তানদের চুরির অপবাদ দেওয়া হয়েছে। তারা কাউকে পাথরও ছুড়ে মারেনি। পুলিশ ঘটনার সত্যতা যাচাই-বাছাই না করেই শিশুদের নির্যাতন করেছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহাদাত হুসেন জানান, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, টহল পুলিশের সদস্যরা ২ কিশোরকে ধরলেও তারা থানা পুলিশকে কিছুই জানায়নি। আটকের সময় ২ শিশুর কাছ থেকে কোনো মাদক কিংবা চুরির মালপত্র পাওয়া যায়নি। বয়স কম হওয়ায় তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।
এবিসিবি/এমআই