কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাবেক সহকারী সচিব আটক

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব (নন- ক্যাডার) আলহাজ্ব জয়নাল আবেদীনকে (৬৬) আটক করেছে পুলিশ। আটক জয়নাল আবেদীন উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় এলাকার মৃত. জহির সরকারের ছেলে।
বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার সকালে মামলা দায়ের করেছেন। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে (৬৬) আটক করেছে পুলিশ।
এবিসিবি/এমআই