Type to search

অপরাধ বিনোদন

অভিনেত্রী শিমু হত্যায় স্বামীসহ গ্রেপ্তার ২

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪০) হত্যার ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি গাড়িও জব্দ করা হয়। তবে গ্রেপ্তারের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তা বন্দী অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমু নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতেই শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন বলেন, প্রথম আসামি আমার বোন জামাই নোবেল। সে এবং ফরহাদ নামের একজন এ কাজ করেছে। তাদেরকে র‍্যাব গ্রেপ্তার করেছে, কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের হেল্প করেছেন। এর আগে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটা ফোন আসে কেরাণীগঞ্জ থেকে। সেখানে গিয়ে আমি নিজে আমার বোনের লাশ শনাক্ত করেছি।

রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা ছিলেন অভিনেত্রী রাইসা ইসলাম শিমু। রাইমা ইসলাম শিমু ২০২০ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৮ থেকে ২২টি সিনেমায় অভিনয় করেন তিনি।

এবিসিবি/এমআই

Translate »