সিইসির বিরুদ্ধে দুদকের অর্থ লোপাটের অভিযোগ দাখিল
ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে দুদক চেয়ারম্যানের কাছে অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনিরসহ সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন শিশির মনির।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান সচিব, নির্বাচন কমিশনাররা, সদ্য সাবেক সচিব ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
যুগান্তরে গত ৩ জানুয়ারি প্রকাশিত “প্রশিক্ষণ ভাতা নিয়ে ‘ঘুম হারাম’ ইসির” প্রতিবেদনের সূত্র ধরে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত সাত কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতি, অসদাচরণ ও অনিয়মের অভিযোগ আনেন ৪২ বিশিষ্ট নাগরিক। তারা এ ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিতে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লিখিত দাবি জানান।
এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধও জানিয়েছেন তারা।