Type to search

Lead Story অপরাধ

শিশুদের পর্নোগ্রাফির দায়ে মীরাজুল আটক

জেলা প্রতিনিধিঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে শিশু পর্নোগ্রাফির দায়ে মীরাজুল আজম (২৮) নামে একজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মুগদা থানার অতিশ দীপঙ্কর সড়কের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিসমূহ জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ জানান, অভিযুক্ত অনলাইনে উঠতি বয়সী শিশুদের সাথে যোগাযোগ করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ সংরক্ষণ ও সরবরাহ করতো এবং উৎসাহিত করতো তাদের নিজেদের পর্নো ছবি ও ভিডিও প্রদান করতে। এভাবে দেশি-বিদেশি শিশুদের নিকট হতে তাদের পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে আপলোড করতো।

তিনি আরও জানান, অভিযুক্ত তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত অশ্লীল ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ভারতীয় রূপি দাবি করে। এরপর সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে সাইবার পেট্রোলিং করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় তাকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে রমনা মডেল থানায়।

Translate »