Type to search

অপরাধ

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ আপন ভাই আটক

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চর আফজল এলাকার সৈয়দ মৌলভীর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুর রহমান (৩০) ও তার ছোট ভাই জহির উদ্দিন(২৫)। উভয়ে চর আফজল গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে ৪জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Translate »