Type to search

অপরাধ

রাজধানীতে ওরা ১১ জন ডিবি পরিচয়ে ছিনতাই করত

রাজধানীর বিভিন্ন সড়কে ওরা ১১ জন দাপিয়ে বেড়াত। ভিন্ন ভিন্ন কৌশলে ছিনতাই করাই তাদের লক্ষ্য ছিল। তবে পরিচয়ই দিত বেশি ডিবি পুলিশ। সম্প্রতি রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে আটক করে। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ জন। ৮ জনের রিমান্ড শেষে গত মঙ্গলবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার সাইফুল আলম মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছেন: সরোয়ার হোসেন ওরফে সরোয়ার খাঁ, আনোয়ার গুলদার, মো. দুলাল, আমির, মো. নাছির হাওলাদার, ইমন ওরফে কাজল কুমার দে, ইকবাল, সোহাগ খান, জাকির হোসেন, রমজান ও সুমন। এ সময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ, ২টি ডিবির জ্যাকেট ও ছিনতাইকৃত মালামাল জব্দ করা হয়।

সাইফুল আলম মুজাহিদ আরো জানান, গত ১৭ আগস্ট ডিবি পরিচয়ে কোতোয়ালি থানার জনসন রোডে এক কাপড় ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯ আগস্ট ভোরে রায়সাহেব বাজার মোড় থেকে সোহাগকে আটক করা হয়। সোহাগ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী এই ১১ জনের ছিনতাইকারী গ্রুপের সন্ধান পাওয়া যায়। ঐদিন গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের জাকির, ইকবাল ও সুমনকে আটক করা হয়।

সাইফুল আলম মুজাহিদ বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুসারে গত ২০ আগস্ট ভোরে টঙ্গীর চেরাগআলী থেকে সরোয়ার খাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে সরোয়ারকে নিয়ে পল্টন ও নর্দা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার,  দুলাল, আমির, নাসির, ইমন ও রমজানদের আটক করা হয়। ইকবাল, সোহাগ ও দুলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ৮ জনকে ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষ গত মঙ্গলবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতদের অপরাধের কৌশল ও ধরন সম্পর্কে কোতোয়ালি জোনের এসি সাইফুল আলম মুজাহিদ জানান, আটককৃতরা একটি গ্রুপ তৈরি করে প্রতিদিন সন্ধ্যা বেলায় ঠিক করে নিত কোন এলাকায় ছিনতাই করবে। সে মোতাবেক নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে পরিকল্পনা মাপিক  অনুসরণ করে। পরে ডিবি পরিচয় দিয়ে টার্গেটের দেহ তল্লাশির নামে টাকা পয়সা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিতো। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

Translate »