ময়মনসিংহের নান্দাইলে মোবাইলে ডেকে এনে প্রেমিকাকে গণধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পালাহার গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে বলে (পোশাককর্মী) প্রেমিকাকে মোবাইল করে ডেকে আনেন প্রেমিক।
মোবাইল পেয়ে প্রেমিকের কাছে এলে জোরপূর্বক ২ বন্ধু রাতভর ধর্ষণ করে তাকে। ভুক্তভোগী ওই প্রেমিকার বাড়ি তারাকান্দা উপজেলায়। এ ঘটনায় ২ বন্ধুকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওই নারী ১০ বছর ধরে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নান্দাইল উপজেলার পালাহার এলাকার খলিলুর রহমানের ছেলে নুরুল ইসলামের সঙ্গে ওই পোশাককর্মীর মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ওই নারী জানান, গত শনিবার (২৯ আগস্ট) নুরুল ইসলাম তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে বলে তাকে বাড়িতে ডেকে আনে। দিনের বেলায় বাড়িতে কেউ না থাকায় দিনভর ঘরে আটকে রেখে ধর্ষণ করে তাকে। সন্ধ্যার দিকে তার স্ত্রী বাড়িতে চলে আসায় একই এলাকায় তার বন্ধু নুরুউদ্দীনের বাড়িতে পাঠিয়ে দেয়।
নুরুউদ্দীনও তাকে রাতভর ধর্ষণ করে। একপর্যায়ে শেষ রাতের দিকে কৌশলে পালিয়ে এসে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠে এক সিএনজি চালকের সহায়তায় নান্দাইল মডেল থানায় পৌঁছে তিনি বিস্তারিত ঘটনা জানায়।
রোববার (৩০ আগস্ট) ভোরে পালাহার গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ২জনকে আটক করে নান্দাইল মডেল থানা পুলিশ।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভিকটিম নারী নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মেডিকেল টেস্ট করার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ২জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।