ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খালু আটক
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের আউটবাড়িয়া এলাকায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার খালু মতিন ভূঁইয়াকে (৫০) আচক করেছে গফরগাঁও থানা পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মতিন ভূঁইয়া পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কুষ্টিয়া (সেনবাড়ি) গ্রামের মৃত আব্দুল ভূঁইয়ার ছেলে। সে আউটবাড়িয়া এলাকায় তার শ্বশুর আব্দুস সালামের বাড়িতে বসবাস করে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পিতা সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে গফরগাঁও থানায় মতিন ভূঁইয়াকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী উপজেলার বনগ্রাম সরকারি বিদ্যালয়ের (৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের অনুমতিপ্রাপ্ত) ৮ম শ্রেণির ছাত্রী।
থানায় দায়ের করা মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর স্কুলছাত্রী তার নানার বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে একা পেয়ে মতিন ভূঁইয়া চাকু দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা প্রকাশ করলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে সামাজিকভাবে ক্ষতি করার এবং মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনা পরিবারের কাউকে জানায়নি স্কুলছাত্রী। স্কুলছাত্রী দেড়মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়। এরপর থানায় মামলা দায়ের করেন স্কুলছাত্রীর পিতা।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামি মতিন ভূঁইয়াকে বিকালে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।