Type to search

অপরাধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক আটক

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক অনুজ কান্তি দাশকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার পূর্বাশা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। অনুজ কান্তি দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি।

গত ১ ডিসেম্বর সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রাণী দাশের (২৫) মারা যান। অনিতা হবিগঞ্জের রানিয়াচং উপজেলার মুরারআব্দা এলাকার দিলীপ দাশের মেয়ে। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় স্বামী অনুজ কান্তি ও তার বাবা- মাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন অনিতার বাবা।

মৃতের মাসতুতো ভাই অজয় দাশ বলেন, ২ পরিবারের সম্মতিতে ২০১৭ সালে অনিতা দাশের সাথে শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার অনুজ কান্তি দাশের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রতি রাতে মদ খেয়ে নানা অজুহাতে তিনি তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতো। দিন দিন নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বছর খানেকে আগে অনিতা তার বাবার বাড়িতে চলে যান। ২ মাস আগে পারিবারিক সালিশ বৈঠকের মাধ্যমে নির্যাতন না করার শর্তে স্ত্রী অনিতাকে  তার শ্বশুরবাড়ির লোকজন শ্রীমঙ্গলে নিয়ে আসেন। গত ২৮ নভেম্বর রাতে মদ্যপ অবস্থায় অনুজ আবারও অনিতাকে শারীরিকভাবে নির্যাতন করেন। গুরুতর আহত অবস্থায় অনিতাকে পরদিন সকালে ভর্তি করা হয় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে। সেখানে তার অবস্থার খারাপ হলে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে নির্যাতনের শিকার অনিতাকে আইসিইউতে নেওয়া হয়। ২ দিন পর ১ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাধা কান্ত দাশ বলেন, অনিতার মৃত্যুর ঘটনায় গত ২ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানায় একটি জিডি করা হয়। এরপর গত ৪ ডিসেম্বর রাতে অনুজ, তার বাবা-মাকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অনিতার বাবা।

আটক হওয়ার আগে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক অনুজ বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন ম্যানেনজাইটিস রোগে মৃত্যুবরণ করেছেন অনিতা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক মোবাইল ফোনে বলেছেন, আটক অনুজ কান্তি দাশকে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। প্রয়োজনে আটক ব্যক্তিকে নেওয়া রিমান্ডে হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Translate »