Type to search

অপরাধ

মতিন মাস্টার হত্যা: ছয় জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, তার ছেলে সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রীযাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারীর পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শেষে পুলিশ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

এবিসিবি/এমআই

Translate »