বরিশালে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল কমিটির সভাপতি আটক

জেলা প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় স্কুল কমিটির সভাপতি মাসুদ মোল্লাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা এজাহারের বরাত দিয়ে বলেন, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী এলাকার মৃত. মোছলেম আলী মোল্লার ছেলে ও সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ মোল্লা একই এলাকার বাসিন্দা ও ওই স্কুলের ৫ম শ্রেণির দরিদ্র ছাত্রীকে তার মায়ের নামে সরকারি রেশন কার্ড করিয়ে দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তার বাড়িতে যেতে বলে। ঘটনার রাতে শিক্ষার্থীকে নিয়ে তার মা আইডি কার্ড ও ছবি নিয়ে মাসুদের বাড়িতে যান। মায়ের সাথে কথাবার্তা শেষে তার মেয়ের সাথে আলাদা কথা আছে বলে মাকে বসিয়ে রেখে মাসুদ ওই ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি যেতে বলে।
ধর্ষকের হুমকি-ধামকির কারণে শিক্ষার্থী ওই রাতে ধর্ষণের ঘটনা কাউকে না জানালেও পর দিন ২৭ নভেম্বর ধর্ষণের ঘটনা তার খুলে বলে মাকে। মেয়ের মুখ থেকে ধর্ষণের ঘটনা জেনে শিক্ষার্থীর মা বাদী হয়ে গত রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাসুদ মোল্লাকে (৪০) আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে আটক করেন। আটককৃত মাসুদ এক ছেলে নিয়ে বাড়ি থাকলেও তার স্ত্রী বর্তমানে ইতালি প্রবাসী।
সোমবার (৩০ নভেম্বর) সকালে মাসুদ মোল্লাকে বরিশাল আদালতের ও ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান প্রেরণ করেছেন বলে জানিয়েছেন।