Type to search

অপরাধ

বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে সিনহা হত্যা মামলার চার্জশিট জমা

মেরিন ড্রাইভের বাহারছরা এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) অবশেষে আদালতে জমা দেয়া হয়েছে।

ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আজ রবিবার (১৩ ডিসেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদনটি দাখিল করেন র‍্যাব-১৫ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম। অভিযুক্তদের মাঝে ১৪ জন কারান্তরিণ এবং ১ জন পলাতক। দীর্ঘ ৪ মাসের বেশি সময় আলোচিত এই মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১০ টা ৪০ মিনিটের দিকে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

প্রতিবেদন জমা দেয়ার পর আদালত এলাকায় এএসপি মো. খায়রুল আলম জানান, সিনহা হত্যা মামলাটি নানা ভাবে তদন্ত করেছি আমরা। তদন্তে পাওয়া তথ্যগুলো সাজিয়ে চার্জশিট হিসেবে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হত্যার ঘটনা তদন্ত নেমে র‌্যাব এ ঘটনায় সংশ্লিষ্টটা পেয়েছে ১৫ জনের। অভিযুক্তদের মাঝে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমারসহ ১৪ জন কারান্তরিণ রয়েছে। সাগর হোসেন নামে ওসি প্রদীপের এক সহযোগীকে পলাতক দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় টেকনাফ থানার সাবেক বরখাস্ত ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ৩ জন এবং স্থানীয় ৩জনসহ মোট ১৪ জন অভিযুক্তের পর আটক হয়েছে।

মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে টেকনাফ থানার এসআই দুলালকে, যিনি সিনহার মৃত্যুর পর মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। এরপর অভিযুক্ত ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র‌্যাব হত্যার ঘটনায় স্থানীয় ৩জন ছাড়াও এপিবিএনের তিন সদস্য, প্রদীপের দেহরক্ষী এবং পুলিশের মামলার ৩ স্বাক্ষীসহ মোট ১৪ জনকে আটক করে। আদালতের নির্দেশে টেকনাফ থানায় মামলাটি রুজু হয়। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয় (মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ)।

Translate »