ফেসবুকে প্রতারণার অভিযোগে ৪ বিদেশি আটক

ফেসবুক প্রতারণার জড়িত থাকার অভিযোগে ৪ বিদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের ২ জন ঘানা ও ২ জন নাইজেরিয়া নাগরিক।
প্রতারণার শিকার একজনের অভিযোগের সূত্র ধরে রাজধানীর দক্ষিণখানের কাউলা ও বসুন্ধরা এলাকা থেকে এই ৪ বিদেশিকে আটক করা হয় বলে বুধবার (২৬ আগস্ট) সিআইডির এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, আটক বিদেশিরা নারীদের ফেইক আইডি ব্যবহার করে লোকজনের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং সেই ফেইক আইডি থেকে বিভিন্ন ধরনের গিফট পাঠানোর প্রস্তাব দেয়। পরে গিফটটি নেওয়ার জন্য কাস্টমস ক্লিয়ারেন্সের নামে মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। এভাবে গত কয়েকমাসে দেশে অসংখ্য লোকজনের কাছ থেকে তারা কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
আটক চার বিদেশির কারোরই পাসপোর্ট ও ভিসার মেয়াদ নেই উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, এদের সঙ্গে দেশীয় চক্র জড়িত থাকার বিষয়টি সিআইডি অনুসন্ধান করছে সিআইডি।