Type to search

অপরাধ সারাদেশ

প্রেমিকাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রেমিক আটক

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া এক সন্তানের মা রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রেমিক প্রধান আসামি মো. মনির হোসেনসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১।

আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট তানভির মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এতথ্য জানান। এর আগে শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ অধিনায়ক বলেন, সোনারগাঁয়ের রোকসানা বেগম (৩২) তার স্বামীর সঙ্গে ৭/৮ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি একমাত্র ছেলেকে নিয়ে ছোট ভাই এনামুল হকের (২৫) বাড়িতে বসবাস করে আসছিলেন। জীবিকার জন্য সাদিপুর ইউনিয়নের বাইশটেকী এলাকার দেওয়ান বাড়িতে জামদানী শাড়ি তৈরির কাজ করতেন রোকসানা। সেই সুবাদে ওই বাড়ির মৃত রাজু মিয়ার ছেলে বিবাহিত মনির হোসেনের (৪৫) সাথে রোকসানা বেগমের দীর্ঘ দিনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রোকসানা বিয়ের ব্যাপারে মনির হোসেনকে চাপ দিলে মনির তার মেয়েকে বিয়ে দেওয়ার পর বিয়ে করবে বলে আশ্বাস দেন তাকে। গত ১৫ জুলাই মনিরের মেয়ের বিয়ে হলে রোকসানা ৩ দিন পর বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেন।

এসময় মনিরের বাড়ির লোকজন একাধিকবার বাড়ির বাইরে টেনে হিঁচড়ে বের করে দেয় তাকে। রোকসানা তার অবস্থানে অনড় থাকায় মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ অন্যান্য আসামিরা লোহার পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে মনির হোসেন ও তার সহযোগীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার রোকসানাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর জানার পর মনির ও তার সহযোগীরা লাশ রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আসামিরা। এ হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য আসামিদের তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »