Type to search

অপরাধ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর বাড়িতে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বন্ধুর বাড়িতে এক স্কুলছাত্রীকে আটকে রেখে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সম্প্রতি ঘটা এ ঘটনায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নির্যতানের শিকার মেয়েটির মা ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেন। এদিনই প্রধান আসামি আরমান সরদারকে (২৬) আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মধ্য ভাণ্ডারিয়া মহল্লা এলাকায় বাবুল সরদারের ছেলে আরমান সরদার প্রেমের সম্পর্ক গড়ে দশম শ্রেণির ওই ভুক্তভোগী স্কুলছাত্রী গত ১ জানুয়ারি রাতে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আরমান ও তার সহযোগী সজিব বেপারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতেই আরমানকে আটক করে পুলিশ।

ভাণ্ডারিয়া থানার ওসি এস.এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এর প্রধান আসামি আরমান সরদারকে আটক করে সকালে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Translate »