Type to search

অপরাধ

পাবনার সাঁথিয়ায় প্রেমিকের মাকে তুলে নিয়ে প্রেমিকার বাবার ধর্ষণ!

জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় প্রেমিকার বাবা প্রেমিকের মাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিকের মা ৩ সন্তানের জননী এমন অভিযোগ এনে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ উপজেলার রসুলপুর গ্রামের এক তরুণী তার প্রেমিক গোলাবাড়িয়া এলাকায় এক তরুণের সাথে পালিয়ে যায়। এর জের ধরে ৮ মার্চ ভোরে প্রেমিকার বাবা ও তার লোকজন ঐ তরুণের মাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সাঁথিয়া থানায় ঘটনাটি জানায়। এরপর থানা পুলিশ স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় প্রেমিকার মাকে উদ্ধার করে পাঠিয়ে দেয় বাড়িতে।

পরিবারের সদস্যরা বলেন, বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লে গত সোমবার সন্ধ্যায় তারা পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে। সেখানে চিকিৎসকরা জানান, ঐ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারের সদস্যরা আরো বলেন, নির্যাতনের বিষয়ে মুখ খুললে দশ দিন পর আবারও তাকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়েছে ঐ নারীকে।

ঐ নারীর পরিবারের এক সদস্য জানান, থানায় বারবার যাবার পরও পুলিশ মামলা নেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে বলেন তারা। ঐ নারী নিজেও সাংবাদিকদের বলেন, ধর্ষণ করা হয়েছে তাকে এবং ভয়ভীতি দেখানো হয়েছে।

ঘটনার ২ দিন পর  গতকাল বুধবার ভুক্তভোগী বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং ১১)।

সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ওই নারীর ডাক্তারী পরীক্ষা করা হবে। মামলা গ্রহণে বিলম্বের কথা অস্বীকার করেন তিনি।

Translate »