Type to search

অপরাধ

নড়াইলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলো- উপজেলার বেলটিয়া এলাকার সাফায়েত মোল্যার ছেলে বখাটে রিফাত মোল্যা (১৮) এবং কোবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান(১৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মেয়েটি তার ছোট ভাইকে বাড়ির পাশে চাচার বাড়িতে এগিয়ে দিতে যায়। পরে বাড়িতে ফেরার পথে আটক ২ জন মেয়েটিকে ধরে মুখ বেঁধে মধুমতি নদীর পাড়ে হ্যাভেন রির্সোট (পার্কের) ভিতর নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এদিকে মেয়েটি বাড়িতে  না ফেরায় তার মা লোকজন নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে হ্যাভেন পার্কের ভিতরে তারা ওই কিশোরীকে ধর্ষণ করার ঘটনা দেখে ফেলেন। এ সময় তারা একজন অভিযুক্ত হাতেনাতে ধরে ফেলেন এবং অপরজন পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গুরুতর অসুস্থ অবস্থায়ে এলকাবাসী মেয়েটিকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ জানান, মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে ধর্ষণের শিকার ছাত্রীর মা বলেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। নড়াইল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি (আপারেশন) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার ঘটনায় এলাকাবাসী একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে এবং অপরজনকে পুলিশ গ্রেপ্তার করে। নড়াইল সদর হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাননি বলেও তিনি জানান।

এবিসিবি/এমআই

Translate »