Type to search

অপরাধ সারাদেশ

নাইট কোচে তরুণীকে পর্ন ভিডিও দেখানোর চেষ্টা, যুবককে জেল ও অর্থদন্ড

জেলা প্রতিনিধিঃ অভিযুক্ত যুবক মোবাইল ফোনে পর্নোগ্রাফি চালিয়ে দীর্ঘক্ষণ ধরে ওই তরুণীকে দেখানোর চেষ্টা করে এবং তার উদ্দেশে বারবার অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করে।

দূরপাল্লার বাসে সহযাত্রী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্যক্ত এবং তাকে দেখানোর উদ্দেশ্যে মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও চালানোয় মাহবুবুর রহমান (২৬) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাসে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। দণ্ড ঘোষণার পর ওই যুবক মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ মাহবুবুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানা যায়, ওই তরুণী গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে বাসে সিলেটে আসছিলেন। বাসটিতে তার সামনের সিটে বসা মাহবুবুর এক পর্যায়ে তার সিটের স্প্রিং সুইচ টেনে পেছনে হেলিয়ে দেয়। পরে সে মোবাইল ফোনে পর্নোগ্রাফি চালিয়ে দীর্ঘক্ষণ ধরে ওই ছাত্রীকে দেখানোর চেষ্টা করে এবং তার উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করে। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হলে ওই তরুণীকে আসন বদলে আরেকজন নারীর পাশের আসনে বসানো হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৭টায় মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাসটি পৌঁছলে মাহবুবুর রহমান গাড়ি থেকে নামতে চাইলে ওই তরুণী বাধা দেন। রাতের ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের সহায়তা চান। এ সময় মহাসড়কে টহলরত শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শিবলু মিয়া সেখানে গিয়ে বিষয়টি শোনেন। পরে তিনি শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেনকে বলেন। ওসি সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. শহিদ উল্লাহকে বিষয়টি জানান।

এসপির নির্দেশে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, “খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি বিস্তারিত ঘটনা শোনেন এবং ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুবককে ৩ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

এবিসিবি/এমআই

Translate »