ঢাকার কেরানীগঞ্জে এনজিও কর্মীকে গণধর্ষণ, আটক ৫

জেলা প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মুসলিমনগর নাজিরেরবাগ এলাকায় এক এনজিওকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। গণধর্ষণে জড়িত থাকায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলো- হৃদয়, অনিক মোল্লা, আশিকসহ আরও ২ জন।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ১৭ বছরের ঐ এনজিওকর্মী গত মঙ্গলবার রাতে এ ঘটনার শিকার হন। গণধর্ষণের শিকার হওয়া ঐ এনজিওকর্মী কেরানীগঞ্জের একটি এনজিও প্রতিষ্ঠানে চাকরি করেন।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে পুলিশ ঐ ৫ জনকে আটক করে।