Type to search

অপরাধ

চাঁদপুরের দক্ষিণ মতলবে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

স্থানীয়রা জানায়, স্থানীয় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাজারের ৪ জন অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বাজারের ব্যবসায়ী মোঃ শাহ জালাল, মোঃ হেদায়েত উল্লাহ, মোঃ হান্নান ও মোঃ সাদ্দামকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির কারণে এ জরিমানা করা হয়।

কতিপয় ব্যবসায়ী কয়েকদিন ধরে পেঁয়াজ অতিরিক্ত দাম ( ৮০ থেকে ৯০ বা ১শ টাকা) ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। অথচ অনেক আগেরই কেনা এ পেঁয়াজগুলো। ব্যবসায়ীরা কেউই এ মূল্যের রশিদ দেখাতে পারেন নি।

ইউএনও ফাহমিদা হক জানান, ৪ ব্যবসায়ী পেঁয়াজ কেনার নতুন কোনো মেমো দেখাতে পারেনি। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Translate »