Type to search

অপরাধ

খুলনা নগরীর মুজগুন্নীতে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মাহিন্দ্রচালক হিরু আটক

জেলা প্রতিনিধিঃ খুলনা নগরের মুজগুন্নী শেখপাড়া এলাকায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামে এক মাহিন্দ্রচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা গেছে, নগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকার একই বাড়ির ১১ ও ১০ বছরের ২ শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করে আসছিল মাহিন্দ্রচালক হিরু মিয়া। ধর্ষণের শিকার এক শিশু গত সোমবার (২৬ অক্টোবর) রাতে ঘটনাটি তার মা-বাবাকে জানায়।

এক পর্যায়ে এ ঘটনাটি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী চালক হিরু মিয়াকে গণপিটুনি দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পুলিশ চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে তাকে আটক করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ২টি মেয়েকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ছাড়া হিরু মিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন শিশুর পিতা গত সোমবার রাতেই ধর্ষক চালক হিরু মিয়ার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

Translate »