Type to search

অপরাধ

কুমিল্লায় প্রকাশ্যে খুন, কারাগারে কাউন্সিলর আলমগীর

জেলা প্রতিনিধিঃ হত্যা মামলায় অভিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল মোমেন ফেরদৌস বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ জুলাই শুক্রবার জুম্মাহ নামাজ শেষ হলে চাঙ্গিনী গ্রামের বাড়ির পাশের মসজিদ থেকে আক্তার হোসেনকে (৫৫) টানা-হেচড়া করে বের করার পর শত শত মানুষের সামনে কাউন্সিলর আলমগীর ও ভাইয়েরা আক্তার হোসেনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও ৬জন আহত হয়েছিল। এ ঘটনায় প্রেক্ষিতে আক্তার হোসেনের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করা হয়।

কাউন্সিলর আলমগীর হোসেন কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২৪ জুলাই কেন্দ্রীয় কমিটি তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে।

Translate »