Type to search

অপরাধ

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট আটক

কলম্বিয়ার শীর্ষ মাদক চোরাকারবারি এবং দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে। কলম্বিয়ার এই ‘মাদকসম্রাট’ ওতোনিয়েল নামেই বেশি পরিচিত।

শনিবার সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তাকে ধরা হয়। ওতোনিয়েলকে ধরিয়ে দিতে ৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র তার মাথার দাম রেখেছে ৫০ লাখ ডলার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটা। এটা শুধু ১৯৯০-এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গেই তুলনীয়।’

ওতোনিয়েলকে (৫০) কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আন্তিওকিয়া প্রদেশের উরাবা অঞ্চলে তার গ্রামীণ আস্তানা থেকে আটক করা হয়েছে। এলাকাটি পানামা সীমান্তের কাছে। অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে প্রেসিডেন্ট দোকে জানিয়েছেন। —বিবিসি

এবিসিবি/এমআই

Translate »