আটকের পর কারাগারে ডয়চে ভেলে-কে সাক্ষাৎকার দেয়া নাফিজ

জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে-কে র্যাবের নির্যাতনের বিষয়ে দেয়া এক সাক্ষাৎকারের পর আলোচিত নাফিজ মোহাম্মদ আলমকে পুলিশ গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ।
এর আগে আদালতের তোলার পর ভাটারা থানার উপ-পরিদর্শক মো. শামীম হোসেন সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-তে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন মি. আলম।
তাকে আটকের ডিএমপির মিডিয়া উইং একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়েছে যে, আজ সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে দেশি-বিদেশি মাদকসহ তাকে আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়, “অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রির উদেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ।”
রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম আসাদুজ্জামান অবশ্য বলেছেন, রবিবার রাতে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারের পর আদালতে হাজিরের উদ্দেশ্যে সকাল আটটায় তাকে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে তারা কোন রিমান্ড আবেদন করেননি।
পুলিশ বলছে, মি. আলমের বিরুদ্ধে ২০২১ সালে করা পর্নোগ্রাফির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
এছাড়া নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এ বি এম আসাদুজ্জামান জানান, “পর্নোগ্রাফিরটাতে ওয়ারেন্ট আছে, আরেকটা মামলা নতুন হইছে।”
গত ৩রা এপ্রিল জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে র্যাবের হেফাজতে নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যার বিষয়ে ‘বাংলাদেশের ডেথ স্কোয়াডের ভেতরের কথা’ নামে একটি তথ্যচিত্র প্রচার করে।
এই তথ্যচিত্রে একটি সাক্ষাৎকার দেন নাফিজ মোহাম্মদ আলম। তিনি তার সাক্ষাৎকারে র্যাবের বিরুদ্ধে তাকে ২০২১ সালে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর নানা ধরণের নির্যাতনের অভিযোগ করেন।
যেখানে তিনি র্যাবের একটি ‘টর্চার সেল’-এরও বর্ণনা দেন।
২০২১ সালেও তার বিরুদ্ধে অবৈধভাবে অ্যালকোহল বিক্রির অভিযোগ তোলা হয়েছিল।-বিবিসি
এবিসিবি/এমআই