Type to search

অপরাধ

সাতক্ষীরায় প্রতিবন্ধী ভাই-বোনের নির্যাতনের ভিডিও ভাইরাল, এসপির নির্দেশে ২ আসামী গ্রেপ্তার

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের ন্যাশনাল ব্যাংক সড়কের ন্যাশনাল হার্ডওয়ার এর সামনে প্রতিবন্ধী দুই ভাই-বোনকে নির্যাতনের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবন্ধীদের নির্যাতনকারী মূল আসামি মোঃ কামাল হোসেন নিকারী এবং নির্দেশদাতা ও প্ররোচনাকারী আজিজ নিকারী নির্যাতনের ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও চিত্রটি সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর দৃষ্টিগোচর হয়। তিনি সাথে সাথে নির্যাতনকারীদের গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাদেরকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধীদের নির্যাতনকারী মূল আসামি কামাল হোসেন নিকারী এবং নির্দেশদাতা ও প্ররোচনাকারী আজিজ নিকারীদের আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে প্রতিবন্ধী দুই ভাই-বোনের মামা এজাহার দাখিল করলে সাতক্ষীরা থানার মামলা নং-৪৫/২০ রুজু হয়। আসামি ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Translate »