Type to search

অপরাধ

শ্যালিকাকে ধর্ষণের পর যৌনপল্লিতে বিক্রির চেষ্টায় দুলাভাই মাসুদ গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ নবম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে বিক্রির চেষ্টা চালিয়েছিল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর বাওইখোলা এলাকার মাসুদ ফকির (২৭)। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে দুলাভাই মাসুদকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে দিয়েছে কাছে সোর্পন করেন।

ভুক্তোভোগী স্কুল ছাত্রী সানি নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। প্রেমিক সানির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে গত ৭ জানুয়ারি রাতে ভুক্তোভোগির চাচাতো দুলাভাই কালুখালী রেলওয়ে স্টেশনের পাশেই একটি বাড়ির রুমে নিয়ে যায়। ওই রুমেই শ্যালিকাকে আটকে রেখে ধর্ষণ করে।

গত ৮ জানুয়ারি মাসুদ ফকির শ্যালিকাকে বলে যে , সানি দৌলতদিয়া রেলওয়ে স্টেশনে আছে। শ্যালিকাকে এই কথা বলে যৌনপল্লির ১ নম্বর গেটের সামনে নিয়ে আসলে অপরিচিত ২ ব্যাক্তি এসে মাসুদের সঙ্গে কথা বলে এবং তাকে কিছু টাকা দেয়। পরবর্তীতে ওই ভুক্তভোগী ছাত্রী যৌনপল্লীর ভিতর নিয়ে যাওয়ার জন্য ভিতরে কিছুদুর যাওয়ার পর পল্লির মেয়েদের দেখে তার সন্দেহ হয়।

পরে সে ভিতরে যেতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক ভিতরে নেওয়ার চেষ্টা করলে সে চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা মাসুদকে আটকে রেখে পুলিশে দেয়।

ওই ভুক্তভোগীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মূল আসামী মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবী  ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

Translate »