Type to search

অপরাধ

ঝালকাঠিতে স্বামীকে খুন করে ৯৯৯ কল দিলেন স্ত্রী 

জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেঁধে স্বামীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন স্ত্রী। স্বামী আউয়াল তালুকদারের মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ৯৯৯ এ কল দেন স্ত্রী সাফিয়া বেগম। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও সাফিয়া বেগমকে গ্রেপ্তার করে।

রোববার (১২ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মধ্য পুটিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আউয়াল একই এলাকার মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক। তিনি ২ সন্তানের জনক। গ্রেপ্তারকৃত সাফিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবম শ্রেণিতে পড়ুয়া নিহতের ছেলে রাফিন তালুকদার বলেন, ৩ মাস আগে আঙ্গারিয়া এলাকায় এক নারীকে বিয়ে করে আমার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে তার মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেয় তার দ্বিতীয় স্ত্রীকে। গত সপ্তাহ খানেক আগে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই বাবা-মায়ের মধ্যে মারামারি হতো। রোববার ছাগলে গাছ খাওয়া নিয়ে রাত আনুমানিক ১০টার দিকে আমার মা মারধর করে বাবা। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে বাবাকে হত্যা করে মা।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘুমের ঔষধ খাইয়ে হাত-পা বেঁধে স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন নিহত আউয়ালের প্রথম স্ত্রী সাফিয়া বেগম। হত্যার পর ৯৯৯ কল দিয়ে পুলিশে তথ্য দেয়। 

এবিসিবি/এমআই

Translate »