Type to search

অপরাধ

জয়পুরহাটের বেড়ইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী হৃদয় গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে স্বামীর বিরুদ্ধে সুবর্ণা সরকার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে স্বামী হৃদয় সরকারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, বুধবার (২ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে ওই গৃহবধূকে নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর হোসেন বলেন, হৃদয় দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই তার স্ত্রী সুবর্ণাকে মারধর করতেন তিনি। গত রাতে ৯ মাসের শিশু কন্যা ও স্ত্রী সুবর্ণা সরকার নিয়ে হৃদয় সরকার নিজ কক্ষে শুয়ে পড়েন। পরে কলহের জের ধরে রাতের কোনো এক সময় নির্যাতনের পর হৃদয় সরকার তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে থানায়।

Translate »