মার্কিন-সৌদি দূতাবাস অভিমুখে জবি শিক্ষক–শিক্ষার্থীদের লংমার্চ

গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সমর্থনে ঢাকার মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে লংমার্চ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে এ লংমার্চ শুরু হয়।
এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছেন।
এ সময় মার্চে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
-মানবজমিন