Type to search

জাতীয় বাংলাদেশ

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে তা ‘ভুয়া খবর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ। প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছে, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাকতার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’
ইন্ডিয়া টুডে’র খবরটি বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়। এরপরই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এর ফ্যাক্ট চেক করে বিবৃতি দেয়া হয়।

-মানবজমিন

Translate »