Type to search

বাংলাদেশ

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’

আদিলুর-এলানের জামিন শুনানি প্রসঙ্গে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন”। প্রতিবেদনে বলা হচ্ছে, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন আবেদনের শুনানিকালে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

আদালতকে উদ্ধৃত করে নয়াদিগন্ত পত্রিকা বলছে, মঙ্গলবার বিচারপতি মো: এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানির শুরুতে আদিলুর-এলানের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতের সামনে দাঁড়ান। এসময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, আমাদেরও বক্তব্য আছে।

তখন আদালত বলেন, ‘আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন? দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাদের দুজনকে জামিন দেন। একইসাথে তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করা হয়।

গত ২৫শে সেপ্টেম্বর আদিলুর ও এলানের দুই বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন। অপরদিকে তাদের সাজা বাড়াতে ৫ই অক্টোবর হাইকোর্টে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রতিবেদনে বলা হচ্ছে, ‘দেশকে জাহান্নাম’ বলা বিচারপতিকে ডেকে তিরস্কার করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শব্দ চয়নে তাকে আরও যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে হাইকোর্টের বিচারপতি ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নজরে এনেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

প্রতিবেদনে ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্য তুলে ধরা হয়। তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিচারপতি এমদাদুল তার শপথ ভঙ্গ করেছেন। “সংবিধান রক্ষার শপথ নিয়েছেন এমন একজন বিচারকের এ ধরণের অসাংবিধানিক মন্তব্য খুবই দুঃখজনক,” তিনি বলেন।

“আমি সংবাদমাধ্যম থেকে তার মন্তব্য সম্পর্কে জানতে পেরেছি। আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকেও এটি শুনেছি..আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তারপর আমি প্রধান বিচারপতির সাথে দেখা করি এবং তাকে সংবাদের ক্লিপিংস হস্তান্তর করি … . “

মি. আমিন উদ্দিন বলেন, ‘ বিচারপতি এমন কথা বলে, সংবিধান অনুযায়ী বিচারক হিসেবে যে শপথ নিয়েছেন, সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। একজন বিচারকের এ ধরনের মন্তব্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি আশা করি প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

মুদ্রাবাজার থেকে বড় অঙ্কের ধার করতে হচ্ছে।

ব্যাংক খাতের সুস্থতা বোঝার সবচেয়ে বড় সূচক খেলাপি ঋণ। সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণ কম দেখানোর বিভিন্ন উপায় বের করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ পরিশোধে ঢালাও শিথিলতা এবং ব্যাপক ছাড় ব্যাংক খাতকে দুর্দশায় ফেলেছে।

কেননা ঋণের টাকা ফেরত না এলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। এর ফলে মূলধন ঘাটতি বেড়ে যায়।

বছর দুয়েক আগেও বেশির ভাগ ব্যাংকে উদ্বৃত্ত তারল্য ছিল। এখন তাতে ভাটা পড়েছে। এর একটি বড় কারণ ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে টাকা উঠে আসছে। আবার আস্থাহীনতার কারণে আমানত প্রবৃদ্ধি কমছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) সংবেদনশীল ডাটাবেসের নিয়ন্ত্রণ ব্যাংকের শাখায় হস্তান্তর করেছে। যাকে বিশেষজ্ঞরা দেশের ইতিমধ্যে ভেঙে পড়া আর্থিক খাতকে আরও অস্থিতিশীল করার বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

খেলাপিদের আইনের আওতায় আনার জন্য সিআইবি ছিল বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু চিঠির মাধ্যমে এই ক্ষমতা এখন শাখা পর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জানুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী ঋণ খেলাপিদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংক ১৩ই সেপ্টেম্বর একটি চিঠিতে বলেছে যে ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং শাখা অফিসের কর্মকর্তারা যখনই প্রয়োজন তখন কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ঋণগ্রহীতার ঋণের তথ্য আপলোড বা আপডেট করতে পারেন। কাজের চাপ কমাতে বিবি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

আগে অন্য ব্যাংকের হেড অফিসেন শুধুমাত্র দুজন অনুমোদিত কর্মকর্তা ক্রেডিট তথ্য আপলোড করতে পারতেন, এই পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন হতো। এখন আর সেই বাধ্যবাধকতা থাকছে না।

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, ফ্লাডগেটগুলো খুলে দেওয়ার কারণে যে কোনও ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সার্ভারে থাকা ব্যক্তির ডেটা অ্যাক্সেস পেতে পারে।

যেহেতু সিআইবি সার্ভারে হাজার হাজার ঋণগ্রহীতার ডেটা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে কোন শাখার কোন কর্মকর্তার দ্বারা অপব্যবহার হয়েছে তা সনাক্ত করা বেশ কঠিন হবে বলে আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের চালের বাজার অনেকটা স্থিতিশীল হওয়ায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাল আমদানি না করার পরিকল্পনা করেছে সরকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত মৌসুমগুলোয় উৎপাদন ভালো হওয়ায় আগামী আমন মৌসুমের সংগ্রহ পর্যন্ত চাল আমদানির প্রয়োজন নেই। এর পাশাপাশি ডলার সংকটের কারণেও চাল আমদানি না করে খাদ্য পরিস্থিতি কীভাবে সামাল দেয়া যায়, সেদিকেই গুরুত্ব দেয়া হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) সূত্রে জানা যায়, গত অর্থবছরে প্রায় ১০ লাখ ৫৬ হাজার টন চাল আমদানি হয়। এরপর চলতি অর্থবছরে এখন পর্যন্ত কোনো চাল আমদানি হয়নি।

বর্তমানে সরকারি গুদামে ১৬ লাখ ২ হাজার টন চাল মজুদ রয়েছে। এর পাশাপাশি চলতি আমন মৌসুমে দুই লাখ টন ধান ও পাঁচ লাখ টন চাল সংগ্রহ করা হবে। মজুদ পর্যাপ্ত থাকায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এ খাদ্যপণ্যটি আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম এখন বাড়তির দিকে থাকলেও দেশে তা অনেকটাই স্থিতিশীল। চাল রফতানির বৃহত্তম উৎস ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ চাল রফতানিতে এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে।

প্রথম আলো

প্রতিবেদনে বলা হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস পর মঙ্গলবার ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ট্রেনে পদ্মা সেতু অতিক্রম করার স্বপ্ন আজ পূরণ হয়েছে।’

দিচ্ছে সড়কটি কতটা ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারে সক্ষমতার চেয়ে গাড়ির চাপ বেশি। র‌্যাম্পগুলোর মুখে বাসের যাত্রী ওঠানামা করে। ৩সড়কের যানজট থেকে মুক্ত হয়ে চালকরা বেসামাল গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের ৭৫ বছরের ইতিহাসে মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে তেল আবিব।

গাজায় আটক জিম্মিদের হত্যা করা হবে হামাসের এমন হুমকির মুখেও অবরুদ্ধ অঞ্চলটিকে একের পর এক হামলায় ধুলোয় মিশিয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

হামাস যোদ্ধারা তাদের শহরে তাণ্ডব চালানোর পর ইসরায়েলও প্রবল শক্তিতে পাল্টা হামলা চালায়। ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই হামলায় রাস্তায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

এরইমধ্যে ইসরায়েল তাদের কয়েক হাজার সংরক্ষিত বাহিনীকে ডেকেছে এবং ২৩ লাখ মানুষের আবাসস্থল সম্পূর্ণ অবরোধ করে রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৭৭০ জন নিহত এবং ৪,০০০-এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘ বলেছে যে এক লাখ ৮০ হাজারের বেশি গাজাবাসী গৃহহীন হয়ে পড়েছেন। অনেককে রাস্তায় বা স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।

গাজার তিনজন সাংবাদিক ইসরায়েলি বোমার আঘাতে একটি ভবনের বাইরে রিপোর্ট করার সময় নিহত হয়েছেন, এতে নিহত সাংবাদিকের সংখ্যা ছয়জনে পৌঁছেছে।-বিবিসি

এবিসিবি/এমআই

Translate »