কোটা সংস্কার আন্দোলন: চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে, দাবি পরিবারের
মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রোববার ভোরে তাকে ছেড়ে দেয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবারের।
নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”।
“তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে” বলছিলেন নাহিদ ইসলামের বাবা।
এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাসা থেকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার।
তবে, নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেয়ার বিষয়ে পুলিশ বা কোন বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।
রেললাইনের ওপর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে
ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের ওপর জড়ো হয়েছে একদল মানুষ।তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাখালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।দুপুর ১২টার ছবি।