Type to search

জাতীয় বাংলাদেশ শিক্ষা

কোটা সংস্কার আন্দোলন: চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে, দাবি পরিবারের

মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রোববার ভোরে তাকে ছেড়ে দেয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবারের।

নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”।

“তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে” বলছিলেন নাহিদ ইসলামের বাবা।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাসা থেকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার।

তবে, নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেয়ার বিষয়ে পুলিশ বা কোন বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।

রেললাইনের ওপর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে

ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের ওপর জড়ো হয়েছে একদল মানুষ।তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাখালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।দুপুর ১২টার ছবি।

ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের ওপর জড়ো হয়েছে একদল মানুষ। তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাখালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ১২টার ছবি
ছবির ক্যাপশান,ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের দৃশ্য। দুপুর ১২টার ছবি। 

হোয়াইট হাউজের সামনে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেন আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশী

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,বিক্ষোভে অংশ নেন আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশী

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অনেক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। ইউরোপের অনেক দেশেও একই ধরণের প্রতিবাদ-সমাবেশ হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নেপালে ছাত্রদের সংহতি সমাবেশ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং ছাত্র হত্যার প্রতিবাদে নেপালে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। গতকাল এই সংহতি সমাবেশের আয়োজন করে অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্টস ইউনিয়ন।

নেপালের ছাত্ররা বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,নেপালের ছাত্ররা বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে

বিবিসি বাংলা

Translate »