Type to search

Lead Story জাতীয় বাংলাদেশ

আগামী ২ সপ্তাহ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ফটো

 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রতিবেশী দেশটিতে ব্যাপকভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নিল সরকার।

নিষেধাজ্ঞার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, আজ থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ দেশে প্রবেশ করতে পারবে না। তবে পণ্য চলাচল অব্যাহত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সরকার চলাচলে বিধিনিষেধের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর পর থেকে যারাই ভারত থেকে দেশে ফিরেছেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা ছিল।

ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। শনিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। সংকটময় এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

 

ডেইলি স্টার

Translate »