Type to search

জাতীয় বাংলাদেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা স্থগিতের আবেদন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর তার বোনের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে তা স্থগিত করার জন্য আসামি পক্ষের আইনজীবী রিভিশন আবেদন করেছেন।

রোববার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আবেদনে উল্লেখ করেছেন, নিহত সিনহার বোনের করা মামলায় বিচার প্রক্রিয়া যথাযথ আইন অনুসরণ করে পরিচালিত হচ্ছে না। ফলে সন্দেহ রয়েছে সুষ্ঠু ও ন্যায়বিচার নিয়ে।

আসামি পক্ষের আবেদনের ওপর ২০ অক্টোবর আদালত শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম বলেন, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে তাদের। শিগগিরই তদন্ত প্রক্রিয়া শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে আদালতে।

তিনি আরো বলেন, এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Translate »