Type to search

বাংলাদেশ মিডিয়া

সাংবাদিক পীর হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

সাংবাদিক, কলামিস্ট পীর হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সুনামগঞ্জে দুই দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

বাদ জোহর সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বিকেল সাড়ে ৩টায় গ্রামের বাড়ি কুরবান নগরের মাইজবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় পারিবারিক কররস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Translate »