মেট্রোরেলে যা করতে হবে, যা করা নিষিদ্ধ

আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎচালিত মেট্রোরেল এবার বাংলাদেশের গণপরিবহনে। শহরবাসীকে যানজট মুক্ত করতে এই রেল চলবে ১০০ কিলোমিটার গতিতে। মাত্র ২০ মিনিটে পাড়ি দেবে ১০ কিলোমিটার পথ। মেট্রোরেলে চড়তে যাত্রীদের জন্য ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো মেট্রোরেলে করা যাবে না। এছাড়া, আরও কিছু নির্দেশনা আছে যেগুলো মেনে চলতে হবে।
যা করা নিষিদ্ধ:
১. মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না।
২. বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।
মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না।
৩. প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া-দাওয়া নিষেধ।
৪. প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
৫. মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
৬. কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।
৭. মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না এছাড়া নিচু স্বরে কথা বলতে হবে।
যা করতে হবে:
১. দরকার হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
২. নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।
৩. সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।
৪. মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।
৫. সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখতে হবে।
এবিসিবি/এমআই