Type to search

বাংলাদেশ

করোনায় আক্রান্ত শিক্ষা সচিব মাহবুবকে হাসপাতালে ভর্তি

করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার একান্ত সচিব মো. শাহজাহান জানান, সকালে শিক্ষা সচিবকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রচণ্ড জ্বর, পেটের পীড়া, কাশি, ও অরুচিতে ভুগছেন।

Translate »