Type to search

জাতীয় বাংলাদেশ

এমপিদের ল্যাপটপ ও প্রিন্টার দিচ্ছে সরকার

জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যকে ল্যাপটপ এবং প্রিন্টার দিচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সংসদ সদস্যদের দাফতরিক কাজের জন্য এইচপি এলিট বুক এবং লেজার জেট প্রো মডেলের প্রিন্টার দেওয়া হচ্ছে।

নবম সংসদে প্রথম ‘সংসদ সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট এপ্লিকেশন তৈরির কর্মসূচি’ শীর্ষক এক প্রকল্পের আওতায় সংসদ সদস্যের জন্য ল্যাপটপ কেনা হয়। তবে ওই সংসদের আইনপ্রণেতারা তা পাননি। এই প্রকল্পের আওতায় ২০১১ সালে কেনা ল্যাপটপ ২০১৪ সালে দশম সংসদের সংসদ সদস্যদের দেওয়া হয়।

সংসদের মেয়াদ শেষ হলে সেগুলো ফেরত দেওয়ার শর্ত দেওয়া হলেও পরে তা নেওয়া হয়নি। সংসদের ওই প্রকল্প পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় নেওয়া হয়। মন্ত্রণালয়ে আইসিটি বিভাগ ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদ সচিবালয়ের আইটি বিভাগ।

ওই বিভাগের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল বলেন, সংসদ সদস্যদের জন্য সব ল্যাপটপ ও প্রিন্টার এখনও পাইনি আমরা। পর্যায়ক্রমে এগুলো পাব। সংসদ সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এমপিদের কাছে ল্যাপটপ আর প্রিন্টারের চাহিদাপত্র চাওয়া হয়েছিল।

Translate »