Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি, তবে প্রসন্ন না হতে পরামর্শ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ভিক্টোরিয়ায় শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, নিউ সাউথ ওয়েলসে শনাক্ত হয়েছে মাত্র একজন; আর এতে আশার আলো দেখছেন অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ। তবে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কা জাগিয়ে তুলেছে ইউরোপ; পরিস্থিতির উন্নতি হলেও আত্মতুষ্টিতে না ভুগতে পরামর্শ দিয়েছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার শুক্রবার ভিক্টোরিয়াবাসীদের ধন্যবাদ দিচ্ছিলেন, কারণ রাজ্যটিতে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। রাজ্যটি গত একমাসেরও বেশি সময় ধরে একটি ক্রান্তিকাল অতিক্রম করে চলেছে।

ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৭৯ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে, মারা গেছেন ৯ জন।

গত ১৩ জুলাইয়ের পর আজই ভাইরাসে শনাক্তের সংখ্যা দুইশতের নীচে নেমে এলো। ভিক্টোরিয়ায় ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন ৩৮৫ জনে দাঁড়িয়েছে।

Courtesy : SBS BANGLA

Tags:

You Might also Like

Translate »